আমাদের ভারত, নদিয়া, ৩১ আগস্ট: আবারও বিতর্কের মুখে নদিয়া দক্ষিণের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তৃণমূল বিধায়ক হত্যাকাণ্ডে আগেই নাম জড়িয়েছিল এই সংসদের। এবার তার নাম জড়াল পরকীয়ায়। তবে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার অভিযোগ অস্বীকার করেছেন।

বিধায়ক হত্যাকান্ডে আগেই নাম জড়িয়েছিল নদিয়া দক্ষিণের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। আর এবার নাম জড়াল পরকীয়া প্রেমে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে গেরুয়া শিবির। একইসঙ্গে প্রশ্ন উঠছে যার প্রেমে রানাঘাটের বিজেপি সাংসদ একেবারে কুপোকাত সেই কৃষ্ণাই বা কে? ২০১৯ সালের লোকসভা ভোটে রানাঘাট আসন থেকে বিজেপির টিকিটের সাংসদ হয়েছিলেন জগন্নাথ সরকার। তারপর পর থেকেই বিতর্ক তার পিছু ছাড়েনি। কখনও বিধায়ক হত্যাকাণ্ডে, কখনও তোলাবাজি, আবার কখনও পরকীয়ার অভিযোগ উঠেছে এই সাংসদের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপে সাংসদের সঙ্গে কৃষ্ণার কথোপকথন উঠে এসেছে।
তার মধ্যে একটা স্ক্রিনশটে দেখা যাচ্ছে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার লিখেছেন, ‘এমন করে কাউকে ভালবাসিনি কৃষ্ণা”। উত্তরে কৃষ্ণা লিখছেন, শিয়ালদা স্টেশনে দোতালায় রুম পাওয়া যায়। যেতে পারবে”। এরপর জগন্নাথবাবু তার উত্তরে লিখছেন ‘কত সময়ের জন্য, তারপর বাড়িতে কি বলবো কৃষ্ণা”।
তবে এই সোশ্যাল মিডিয়ার স্ক্রিনশটের সত্যতা যাচাই করতে রানাঘাটের বিজেপি সাংসদকে ফোন করা হলে তিনি জানান আমার বিরুদ্ধে বিরোধীরা ষড়যন্ত্র করছে। চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি পুরো ঘটনা সাইবার ক্রাইম থানাকে জানাচ্ছি। আমার বিশ্বাস তদন্তের পর সত্য সামনে আসবে।

অপরদিকে শান্তিপুর শহর মন্ডল সভাপতি বিপ্লব কর জানান, আমাদের সাংসদ এরকম কাজ করতেই পারেন না। সোশ্যাল মিডিয়ায় এডিটিং করে সাংসদের বদনাম ছড়ানো হচ্ছে।

