আমাদের ভারত, নদিয়া, ৩ আগস্ট: মামজোয়ানবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে তৈরি মামজোয়ান বড় ঘাটের উদ্বোধন হলো শনিবার। আর এই ঘাট উদ্বোধন ঘিরে শনিবার সন্ধ্যায় গঙ্গা আরতি সহ একাধিক অনুষ্ঠানে মেতে উঠলেন মামজোয়ানবাসী।
সূত্রের খবর, রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার অন্তর্গত হাসখালি ব্লকের মামজোয়ানের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এলাকার বড় ঘাট এলাকায় চূর্ণী নদীতে স্নানের বাঁধানো ঘাট নির্মাণের। এই বিষয়ে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে বিষয়টি জানালে তিনি সেই ঘাট নির্মাণের প্রতিশ্রুতি দেন। আর শনিবার সেই প্রতিশ্রুতি পূরণ করে নব নির্মিত ঘাটের উদ্বোধন করলেন সাংসদ জগন্নাথ সরকার। শনিবার এই ঘাট উদ্বোধনের আগে নদীর ঘাটে পূজা ও আরতির আয়োজন করা হয়। পাশাপাশি এই গ্রামে একটি নতুন রাস্তা তৈরির আশ্বাস দেন সাংসদ জগন্নাথ সরকার।