পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
১৪ জানুয়ারি: অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্ৰহের প্রাণ প্রতিষ্ঠা ঘিরে সারা দেশে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন, তার পরেই সেই শুভক্ষন। আর তার আগে শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের মন্দিরে স্বচ্ছতা অভিযান।
আজ সকালে মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ খড়্গপুর শহরের রেলের বোগদা এলাকায় অবস্থিত মন্দিরগুলিতে সাফাই কাজ শুরু করেন। নিজ হাতে বালতি, ঝাড়ু নিয়ে তিনি মন্দিরের ভিতর ও সংলগ্ন এলাকা পরিষ্কার করেন। এদিন সকালেই বিজেপির কয়েক জন কাউন্সিলর এবং কার্যকর্তাদের নিয়ে বোগদা এলাকায় চা -চক্রে হাজির হন। তারপর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এলাকায় অবস্থিত মন্দিরগুলিতে সাফাই কর্মসূচিতে হাত লাগান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেন, রামমন্দিরে বিগ্ৰহ প্রতিষ্ঠার আগে সপ্তাহজুড়ে বিভিন্ন মন্দিরে সাফাই কাজ চালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কর্মসূচি অনুযায়ী আজ এলাকায় অবস্থিত মন্দিরে মন্দিরে সাফাই কাজ শুরু হলো।
একই সঙ্গে সাফাই অভিযান কর্মসূচির আগে চা চক্র করেন বোগদা স্টেশন সংলগ্ন চায়ের দোকানে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন সাংসদ দিলীপ ঘোষ।
আসানসোল, বীরভূম, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় নদীর চর থেকে চুরি হচ্ছে বালি এবং মাটি। এদিন এই প্রসঙ্গেও রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেন দিলীপ ঘোষ।