জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ নভেম্বর: জগদ্ধাত্রী পুজোর নবমীতে মেদিনীপুর শহরে কয়েকটি পুজোমণ্ডপে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রে সাংসদ দিলীপ ঘোষ। শনিবার সন্ধ্যায় প্রথমে তিনি পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত দলীয় কার্যকর্তাদের সঙ্গে মিলিত হন। পরে সেখান থেকে মেদিনীপুর শহরের গান্ধী মোড়ে আমরা সবাই ক্লাবের জগদ্ধাত্রী পুজো মণ্ডপে উপস্থিত হন।
পুজো উদ্যোক্তাদের আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন সাংসদ দিলীপ ঘোষ। একই সাথে নিজের হাতে জগদ্ধাত্রী দেবীর সন্ধ্যারতিও করেন। পরে সেখান থেকে আরও দুটি পুজোমণ্ডপে যান। পুজো মণ্ডপ গুলিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি কোভিড ভ্যাকসিন নিয়ে কেন্দ্রীয় সরকারের সাফল্যের কথা তুলে ধরেন।