সাথী প্রামানিক, পুরুলিয়া, ৫ ডিসেম্বর: কেন্দ্রের সহায়ক মূল্যের থেকে বেশি দামে ধান ক্রয় ও ধান বিক্রির সময় কৃষকদের যাতে হয়রানির মুখে না পড়তে হয় এবং অন্যান্য সুযোগ সুবিধার দাবি জানিয়ে জেলার ব্লকে ব্লকে বিক্ষোভ কর্মসূচি পালন করল পুরুলিয়া বিজেপি। বৃহষ্পতিবার, জেলার কুড়িটি ব্লকে মিছিল করে ব্লক কার্যালয়ের সমানে জমায়েত হন। দাবি নিয়ে স্লোগান দেন বিজেপি কর্মীরা। পরে বিডিও’র উদ্দেশ্যে এই দাবি নিয়ে স্মারকলিপিও দেন তাঁরা।
পুরুলিয়া-১ ব্লকের সামনে খড়ের আঁটি নিয়ে মিছিলে সামিল হন বিজেপির মহিলা সদস্যারা। ওই মিছিলে নেতৃত্ব দেন পুরুলিয়া বিজেপি জেলা সম্পাদক বিনোদ তেওয়াড়ি ও শহর মণ্ডল সভাপতি সত্যজিত অধিকারি। একই দাবি নিয়ে এদিন জেলাশাসকের কাছে একটি বিজেপির প্রতিনিধি দল দেখা করেন। সরকারি আবাস যোজনা, ১০০ দিনের কাজের নানা অভিযোগ, সমস্যা ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তাঁরা। বিশেষ করে অভাবি কৃষকদের সহায়ক মূল্যের থেকেকুইন্টাল প্রতি ২০০ টাকা বেশি দরে ধনা কেনার জন্যও আবেদন রাখে ওই প্রতিনিধি দলটি। এই মর্মে তাঁরা জেলাশাসক রাহুল মজুমদারের হাতে একটি স্মারকলিপিও তুলে দেন। ওই দলে ছিলেন বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির বর্ষীয়ান সদস্য বি পি সিংদেও, জেলা নেতা নরহরি মাহাতো, মহিলা মোর্চা কাবেরী চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব।