পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৫ জানুয়ারি: মন্ত্রীকে বাদ দিয়ে সরকারি অনুষ্ঠানের ফিতে কাটলেন বিজেপি বিধায়ক।
বালুরঘাটের এই ঘটনায় ক্ষুব্ধ জেলা তৃণমূল নেতৃত্ব।
জানা যায়, বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে পতিরাম হাইস্কুল মাঠে হাইস্কুল পর্যায়ের ছাত্র ছাত্রীদের নিয়ে ডিস্ট্রিক্ট স্কুল এনুয়াল এথলেটিক চ্যাম্পিয়ানশিপ মিটের আয়োজন করা হয়েছিল। যে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে চিঠিতে লেখা রয়েছে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের নাম। লম্বা সেই আমন্ত্রণ পত্রের তালিকায় জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে সরকারি আধিকারিকদের নামও রয়েছে। একই সাথে সেই আমন্ত্রণ পত্রে নাম রয়েছে বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নামও। তালিকা থেকে বাদ যায়নি এলাকার বিজেপি বিধায়ক বুধরাই টুডুর নামও। যে বিধায়ককে দিয়েই এদিন ওই সরকারি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। যে খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো ক্ষোভে ফুঁসছে বালুঘাটের তৃণমূল নেতৃত্ব। উদ্বোধক তথা রাজ্যের মন্ত্রীকে বাদ রেখে কিভাবে সরকারি ওই অনুষ্ঠানের উদ্বোধন বিজেপি বিধায়ককে দিয়ে করা হলো তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে শাসক দলের নেতারা।
অন্যদিকে বিজেপি বিধায়ক বুধরাই টুডুর দাবি, একজন জনপ্রতিনিধি হিসাবে সরকারি অনুষ্ঠানের উদ্বোধন করার অধিকার তারও রয়েছে। কিন্তু শাসক দলের দ্বিচারিতা মনোভাবের জন্য তা করা সম্ভব হয়নি। বিধায়ক হবার পর এই প্রথমবারের জন্য কোন সরকারি অনুষ্ঠান উদ্বোধন করতে পারায় খুবই ভালো লাগছে।
যদিও এই ঘটনা নিয়ে সরাসরি জেলা স্কুল পরিদর্শককে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ডিস্ট্রিক্ট স্কুল অ্যানুয়াল অ্যাথলেটিক চ্যাম্পিয়ানশিপ কমিটির সহ সভাপতি রাজনারায়ণ গোস্বামী। তাঁর অভিযোগ, কমিটিকে অন্ধকারে রেখে ডিআই এসব করেছে। যে ব্যাপারে তারা কিছুই জানেন না।
অন্যদিকে এই ঘটনা নিয়ে কমিটির সম্পাদকের যুক্তি, চিফ সেক্রেটারি জেলায় এসেছে বলে শুনেছেন। হয়তো সেই কারণে মন্ত্রী ব্যস্ত রয়েছেন। তাই এলাকার বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের দিয়ে উদ্বোধন করানো হয়েছে।
তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু বলেন, প্রথমবারের জন্য সরকারি অনুষ্ঠানের উদ্বোধন করতে পেরে খুব ভালো লাগছে।
ডিস্ট্রিক্ট স্কুল অ্যানুয়াল অ্যাথলেটিক চ্যাম্পিয়ানশিপ কমিটির সম্পাদক ভজন কুমার দে বলেন, মন্ত্রীকে দিয়ে উদ্বোধন করার কথা থাকলেও তিনি হাজির হননি। হয়তো ব্যস্ততার কারণে হাজির হতে পারেননি। সরকারি অনুষ্ঠান, এর মধ্যে কোন রাজনীতির ব্যাপার নেই।
ডিস্ট্রিক্ট স্কুল অ্যানুয়াল অ্যাথলেটিক চ্যাম্পিয়ানশিপ কমিটির সহ সভাপতি রাজনারায়ণ গোস্বামী বলেন, জেলা স্কুল পরিদর্শক সকলকে অন্ধকারে রেখে এসব কাজ করেছে। বিজেপির বিধায়ক কিভাবে সরকারি অনুষ্ঠানের উদ্বোধন করলো সে ব্যাপারটি একমাত্র তিনিই বলতে পারবেন।
জেলা স্কুল পরিদর্শক নিতাই দাস বলেন, তিনি নিজেও উপস্থিত ছিলেন ওই উদ্বোধনী অনুষ্ঠানে। তবে এব্যাপারে কমিটির পদাধিকারীরাই সঠিকটা বলতে পারবে বলে পালটা তাদের উপর দায়ভার চাপিয়েছেন।