আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৫ আগস্ট: বাংলার প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। এই প্রশাসনের থেকে মুক্তি চাই। ৭৪ তম স্বাধীনতা দিবসের দিন ভারত মাতার পুজো করে সাংবাদিকদের একথাই বললেন বীজপুরের বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায়।
আজ স্বাধীনতা দিবসে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া পৌরবাজারে জাতীয় পতাকা উত্তোলন করে ভারত মাতার পুজো দেন মুকুলপুত্র বিধায়ক শুভ্রাংশু রায়। পতাকা উত্তোলন করে শুভ্রাংশু রায় বলেন, ভারত মাতার কাছে প্রার্থনা বীজপুর জুড়ে যে উন্নয়ন থমকে আছে, সাধারণ মানুষের যে ব্যবসা বন্ধ হয়ে গেছে, আগামীদিনে তা যেন নতুন করে দাঁড় করাতে পারি।
এরপরে রাজ্য প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, পুলিশ প্রশাসন, কিছু হার্মাদ এবং সরকারি কর্মী মানুষের উপর অত্যাচার করছে। তাদের সেই অত্যাচার যাতে বন্ধ করতে পারি সেব্যাপারে ভারত মায়ের কাছে প্রার্থনা করলাম। প্রশাসন তো আর প্রশাসনের মতো কাজ করছে না, দল দাসে পরিণত হয়েছে তার থেকে যাতে মুক্তি পাওয়া যায় সেই প্রার্থনাই মায়ের কাছে জানালাম।