কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ১ মে:
সাংসদ দেবের পদত্যাগ দাবি করে দেওয়াল লিখলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। একই সঙ্গে তিনি মন্ত্রী শিউলি সাহার পদত্যাগ দাবি করেন।
ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা দেবের খুড়তুতো ভাই বিক্রম অধিকারীর অভিযোগ ঘিরে ঘাটাল জুড়ে বিজেপি তৎপর হয়ে উঠেছে। বিক্রম অধিকারীর অভিযোগ, আবাস যোজনার ঘর পেতে তাঁকেও কাটমানি দিতে হয়েছিল।
ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে পোস্টার লাগানো হয়েছে যে দেবের ভাইকেও আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য কাটমানি দিতে হয়েছে, তা সত্ত্বেও সে বাড়ি পায়নি।।ঘাটালের বিধায়ক শীতল কপাট সাংসদের পদত্যাগ দাবি করেছেন এবং দেওয়াল লেখেন।

সোমবার ঘাটাল বিশালাক্ষী মন্দির সংলগ্ন এলাকায় দেওয়াল লিখলেন বিজেপি বিধায়ক শীতল কপাট। বিধায়ক বলেন, দেবের এমপি কোটার টাকায় যেখানে যেখানে উন্নয়ন হয়েছে তাতে ৩০% করে কাটমানি দিতে হয়েছে তাকে। এর বিরুদ্ধে তিনি মানুষকে প্রতিবাদ করার আহ্বান জানান।

