আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২ জুন: আমফান ও যশে তছনছ হয়ে যাওয়া দিঘা মন্দারমণি যেভাবে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে তার প্রশংসা করলেন বিজেপির বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এই ব্যাপারে তিনি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। নিমতৌড়ি জেলাশাসকের দপ্তরে রাজ্যের পর্যটন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় কথাগুলি জানিয়েছেন।

পর্যটন, পূর্ত ও পরিবহন দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা আজ জেলায় পরিদর্শনে আসেন। পূর্ব মেদিনীপুরে পরিদর্শনে এসে তারা প্রথমেই জেলার নিমতৌড়িতে জেলাশাসকের দপ্তরে এসে বৈঠকে বসেন। বৈঠকের পর পর্যটন দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সদস্য খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, আমাদের এখানে আমফান হচ্ছে আমাদের এখানে যশ ঝড় হয়েছে, তার ফলে আমাদের পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত পুরো ধ্বংস হয়েছে। সমস্ত বিচ গুলো আবার নতুন করে জেলাশাসক তৈরি করেছেন। ডিজাইন গুলো দেখলাম সুন্দর হয়েছে। তবে আমি আশা করবো যারা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে যে মানুষরা পূর্ব মেদিনীপুরে আসছেন এত যে ঐতিহাসিক বিচ আছে তারা খুব ভালো উপভোগ করবেন এবং আমরা চাইব টুরিজম বাড়ুক, পশ্চিমবঙ্গে মানুষ আসুক এবং সর্বতোভাবে সবাই মিলে আমরা রাজনীতি ভুলে যেন আমাদের পশ্চিমবঙ্গে পর্যটন থেকে শুরু করে সমস্ত কিছু উন্নয়ন হয় এবং মানুষের উন্নয়ন হয়। সেটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিৎ।

