নীল বণিক,আমাদের ভারত, কলকাতা, ৩০ নভেম্বর: সংখ্যালঘুরা কি উন্নয়ন চাইছে তা নিয়ে আলোচনার জন্য
দক্ষিণ কলকাতায় আগামী ৪-ঠা ডিসেম্বর বিজেপির মাইনরিটি মোর্চার জেলা সম্মেলন হবে। উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার মাইনরিটি মোর্চার সদস্যরা এই সম্মেলনে থাকবেন। সোমবার কলকাতায় বিজেপির রাজ্য সদরদপ্তরে এই কথা জানার মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি আলি হোসেন। তিনি বলেন, কলকাতায় সংখ্যালঘুদের কোনও উন্নয়ন হয়নি তৃণমূল আমলে। সংখ্যালঘুরা কি উন্নয়ন চাইছে তা নিয়েই আলোচনা হবে সম্মেলনে। বিজেপি ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের উন্নয়ন কোন পথে হবে তানিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন আলি হোসেন।
পাশাপাশি সাধারণ সংখ্যালঘুদের বাড়ি বাড়ি গিয়ে দুর্দশার কথা তুলে ধরবেন মাইনরিটি মোর্চার সদস্যরা। আগামী বিধানসভা নির্বাচনে মাইনরিটি মোর্চার সদস্যরা সংখ্যালঘু এলাকায় যাতে বুথ কমিটিতে থাকে তা নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন রাজ্য মাইনরিটি মোচার রাজ্য সভাপতি। ওই দিন যোগদান মেলাও হবে বলে জানিয়েছেন আলি হোসেন।

