নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ মে: মথুরা, বৃন্দাবন থেকে বাঙালি তীর্থযাত্রীদের ফিরিয়ে আনতে রাজ্যকে চিঠি দিল বিজেপির মাইনরিটি মোর্চার রাজ্য সম্পাদক কাসেম আলী। রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের তরফে রাজ্যের কাছে দাবি রাখা হয়, অবিলম্বে সমস্ত ধর্মের তীর্থযাত্রীদের ঘরে ফেরাতে হবে। মাইনরিটি মোর্চার তরফে এ ব্যাপারে রাজ্যের পর্যটন দফতরকেও এবার চিঠি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
কাসেম আলী বলেন, রাজস্থানের আজমীঢ় থেকে সংখ্যালঘু সমাজের মানুষদের বাংলায় নিয়ে এসেছে রাজ্য সরকার। বিজেপির মাইনরিটি সেল তারজন্য রাজ্যকে ধন্যবাদ জানায়। পাশাপাশি হরিদ্বার, ঋষিকেশ থেকে বাঙালিদের ফিরিয়ে আনতে রাজ্যের যত অনিহা। যার ফলে বাংলায় লকডাউনেও দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ রেখা তৈরি হচ্ছে। আসলে রাজ্য সরকার তোষণ নীতিকে সামনে রেখে দুই সমাজের মধ্যে সুকৌশলে বিভেদ তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন মাইনরিটি মোর্চার রাজ্য সম্পাদক। তিনি বলেন, আমরা রাজ্যের এমন কাজকে ধিক্কার জানাই। বিজেপির মাইনরিটি মোর্চা রাজ্যের কাছে দাবি জানায়, অবিলম্বে সকল বাঙালি পূণ্যার্থীদের ফিরিয়ে আনতে হবে। সব ধর্মের ক্ষেত্রে রাজ্যকে সমান আগ্রহী হতে হবে বলে জানান মাইরিটি মোর্চার রাজ্য সম্পাদক কাসেম আলী।

