সাথী প্রামানিক, পুরুলিয়া, ৭ জানুয়ারি: দলীয় রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ ও কেন্দ্রীয়
প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়কে নিয়ে সিএএ’র পক্ষে মিছিল ও সভা সাময়িকভাবে বাতিল করল পুরুলিয়া জেলা বিজেপি। বুধবার পুরুলিয়া শহরে এই কর্মসূচি সফল করতে সব রকম প্রস্তুতি নিয়েছিল বিজেপি। শেষ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীর দিল্লিতে জরুরি মন্ত্রী সভার বৈঠকের কারণে পুরুলিয়ায় দলীয় কর্মসূচি বাতিল হল বলে এদিন জানান জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিবেক রাঙা। বুধবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের দেশ ব্যাপী ধর্মঘট রয়েছে। বনধে কোনও সমস্যা হওয়ার আশঙ্কা থেকে বিজেপি দলীয় কর্মসূচি সাময়িক স্থগিত রাখল কি না তা স্পষ্ট নয়। যদিও এই কারণ সম্পূর্ণ উড়িয়ে দেয় পুরুলিয়া জেলা বিজেপি নেতা বিবেক রাঙা।
এদিকে, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের দেশ ব্যাপী ধর্মঘট সফল করতে গত কয়েক সপ্তাহ ধরে দলীয়ভাবে প্রচার করেছে সিপিএম। মঙ্গলবারও মাইকে প্রচার চালিয়ে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখার আবেদনের পাশাপাশি সাধারণ মানুষকে সহযোগিতা করার আহ্বান জানায় পুরুলিয়া শাখা সংগঠনের পক্ষ থেকে।