সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ মার্চ: বিজেপির মণ্ডল সভাপতিকে খুন করার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল যুবনেতা ও এক সমর্থকের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চল্লিশ মাইল এলাকায়। গ্রামের মানুষ দুই তৃণমূল দুষ্কৃতীকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্তদের শাস্তির দাবিতে রাতেই যশোর রোড অবরোধ করে বিজেপি। পুলিশ জানিয়েছে, ধৃতরা সুদীপ কুণ্ডু ও শুভজিত বনিক।
স্থানীয় সূত্রের খবর, এদিন রাত সাড়ে দশটা নাগাদ গাইঘাটার চাঁদপাড়ার বিজেপির পশ্চিম মণ্ডল সভাপতি বিশ্বজিত ঘোষ কর্মীদের নিয়ে চল্লিশ মাইল এলাকায় বৈঠক করছিলেন। সেই সময় দুই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাইক চেপে এসে বিশ্বজিতবাবুকে লক্ষ্য করে পাথর ছোড়ে ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। বিশ্বজিতবাবু ও কর্মীরা প্রতিবাদ করতে এগিয়ে এলে দুষ্কৃতীরা লোহার রড দিয়ে বিশ্বজিতবাবুর মাথায় আঘাত করার চেষ্টা করে। সেই আঘাত তার হাতে লাগে। এরপর দুষ্কৃতীরা বাইক চেপে পালাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। চিৎকারে আশপাশের বাসিন্দারা বেড়িয়ে এসে ওই দুই দুষ্কৃতীদের ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। দুষ্কৃতীদের পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিজেপি নেতা চন্দ্রকান্ত দাস, তাঁর নেতৃত্বে অভিযুক্তদের শাস্তির দাবিতে যশোর রোড অবরোধ করে বিজেপি সমর্থকরা।

চাঁদপাড়ার বিজেপি পশ্চম মণ্ডল সভাপতি বিশ্বজিত ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে তৃণমূলের গুন্ডা বাহিনী আমার উপর টার্গেট করেছে। কারণ এই অঞ্চলে বিজেপির প্রচুর মানুষ নিয়ে সংগঠন তৈরি করেছি। তাই আমাকে সরানোর চেষ্টা করেছে। বিজেপি নেতা শুভঙ্করজ্যোতি সাহা বলেন, এলাকায় বিজেপিকে দুর্বল করার জন্য বিশ্বজিত বাবুকে খুনের চেষ্টা চালাচ্ছে তৃণমূল দুষ্কৃতীরা।
অন্যাদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা অভিজিত বিশ্বাস পাল্টা অভিযোগ করেন, বিজেপির কিছু লোকজন আমাদের কর্মীদের রাস্তায় আটকে মারধর করেছে।

