নীল বণিক,আমাদের ভারত, কলকাতা, ২৩ ডিসেম্বর:
সায়ন্তন বসুর পর এবার অগ্নিমিত্রা পালকে শোকজ করল বিজেপি। সংবাদ মাধ্যমের সামনে দলীয় ব্যাপারে মুখ খোলায় তাঁকে শোকজ করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। আজ দুপুর ১ টা পর্যন্ত শোকজের চিঠি পাননি বলে জানিয়েছেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। শোকজ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি তিনি। তিনি জানিয়েছেন, দলের আভ্যন্তরীণ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে আমি মুখ খুলব না।
প্রসঙ্গত, বিজেপিতে আসা নিয়ে জিতেন্দ্র তিওয়ারি বিরুদ্ধে মুখ খুলে ছিলেন অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি বাবুল সুপ্রিয়র উপর অত্যাচার করেছে। পান্ডবেশ্বরে দলের নিচুতলার কর্মীদের কাছে খারাপ বার্তা যাবে। অগ্নিমিত্রা পালের এই কথা ভালোভাবে নেয়নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এর পরই তাঁকে শোকজ এর চিঠি ধরানো হয়। এর আগে একই কারণে সায়ন্ত বসুকেও শোকজ করা হয়।