BJP, West Midnapur, পশ্চিম মেদিনীপুরে বিজেপি মহিলা মোর্চার রাখী বন্ধন কর্মসূচি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ৯ আগস্ট: আজ এবং আগামীকাল পালন হচ্ছে রাখী পূর্ণিমা। এই বিশেষ দিন উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে মেদিনীপুর শহরের কেরানীতলা চকে এক বিশেষ “রাখী বন্ধন” কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচির উদ্দেশ্য ছিল ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করা এবং সমাজে শান্তি ও সংহতির বার্তা পৌঁছানো। রাখী বন্ধন অনুষ্ঠানটি কেবল একটি সামাজিক আচারধর্মী অনুষ্ঠান ছিল না, বরং এর সাথে যুক্ত ছিল একটি শক্তিশালী সামাজিক প্রতিবাদও।

গত বছরের আজকের দিনে, অর্থাৎ ২০২৪ সালের রাখী পূর্ণিমা উপলক্ষে, কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে একটি নৃশংস ঘটনা ঘটে। সেখানে এক মহিলা ডাক্তারকে ধর্ষণ এবং অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনার প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে কঠোর অভিযোগ ওঠে, বিশেষত প্রমাণ লোপাটের অভিযোগ। এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সেই লক্ষ্যে আজকের এই রাখী বন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী পারিজাত সেনগুপ্ত জানান, আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা সমাজে ভাই-বোনের সম্পর্ককে আরও দৃঢ় করতে চাই এবং একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিতে চাই। তিনি আরও বলেন, এই কর্মসূচি শুধু রাখী বন্ধনের আয়োজন নয়, বরং একটি প্রতিবাদও, যাতে করে সমাজে শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকে।

আজকের অনুষ্ঠানে মহিলা মোর্চার সদস্যরা মেদিনীপুর শহরের বিভিন্ন স্থানে পথচলতি স্থানীয় মানুষদের হাতে রাখী পরিয়ে দেন এবং তাদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানান। এই কর্মসূচির মাধ্যমে তারা সেই বার্তা পৌঁছাতে চেয়েছেন যে, সমাজে নারী নিরাপত্তা এবং ভ্রাতৃত্বের সম্পর্ক উভয়ই গুরুত্বপূর্ণ।

এছাড়া, জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে এই কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি করা এবং নারীর প্রতি সহিংসতা এবং নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোও লক্ষ্য ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *