দত্তক নেওয়া গ্রামে বিজেপি হেরেছে! খোকাবাবুকে চোর জানতো বাংলার মানুষ, এবার পেশাদার মিথ্যাবাদী বলবে, পাল্টা জবাব সুকান্তর

আমাদের ভারত, ৩০ আগস্ট:
বিজেপি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রামে পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি হেরেছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি করেছেন। এরপর ফেসবুক সহ একাধিক সমাজের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিজেপি রাজ্যে সভাপতি। তিনি বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এতদিন চোর বলে জানতে বাংলার মানুষ। এবার পেশাদার মিথ্যাবাদীতে পরিণত হয়েছেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে গ্রামটিকে দত্তক নিয়েছিলেন সেই গ্রামে নিজের জায়গায় পঞ্চায়েত ভোটে হেরেছে। এর উত্তরে সমাজ মাধ্যমের ভিডিও প্রকাশ করে প্রমাণসহ তাকে জবাব দিয়েছেন সুকান্ত।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জবাব দিয়ে সুকান্ত মজুমদার বলেন, “গোটা রাজ্য থেকে ট্রেন বাস ভাড়া করে ছেলেদের জনসভায় নিয়ে গিয়েছে। মিথ্যে কথা বলাটা অভ্যাসে পরিণত হয়েছে। ওনার কথামতো পঞ্চায়েতে বালুরঘাটের বিডিও যথেষ্ট চেষ্টা করেছিল। তারপরেও বিজেপিকে হারাতে পারেনি। চক রামপ্রসাদ গ্রামের ৮২ নম্বর বুথের বিজেপিপ্রার্থী অমলি হাঁসদা জিতে গিয়েছেন। শুধু তাই নয় পঞ্চায়েত সমিতির প্রার্থী ও জিতেছেন। ভাটপাড়া পঞ্চায়েতের প্রধান বিজেপির, উপপ্রধানও বিজেপির। এইটুকু খবরও রাখে না উনি। এরপর তো পিসি না থাকলে অনাথ হয়ে যাবেন।”

নিজের গোটা বক্তব্যকে ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সুকান্ত লিখেছেন, “খোকাবাবুকে বাংলার মানুষ চোর জনতো, এর পর থেকে পেশাদার মিথ্যাবাদীও বলবে। চক রামপ্রসাদ গ্রাম যেটি আমার দত্তক নেওয়া, ওখানে পঞ্চায়েত সমিতির আসন এবং পঞ্চায়েতের আসনও ভারতীয় জনতা পার্টি জিতেছে। পঞ্চায়েত গঠন করেছে। এই ধরনের মিথ্যাচার যতটা হাস্যকর ততটাই ন্যক্কারজনক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *