সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ জুলাই: মা কালী সম্বন্ধ্যে বিরূপ মন্তব্য করার জন্য তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের গ্ৰেপ্তারের দাবিতে আজ বিজেপির পক্ষ থেকে বাঁকুড়া সদর থানায় বিক্ষোভ দেখানো হয়।সদর থানায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে গ্ৰেপ্তারের দাবি জানানো হয়।

আজ সকালে পাটপুরের মীনাপুর শ্মশানে কালী মন্দিরে দেবী সম্বন্ধ্যে বাজে মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করে যজ্ঞের আয়োজন করা হয়।তারপর বিজেপির কর্মী সমর্থকরা নূতনগঞ্জে জেলা কার্যালয় থেকে মিছিল করে সদর থানায় হাজির হয়। মিছিলে মা কালীর বেশধরে এক মহিলাও অংশ নেন। মিছিলের পুরোভাগে ছিলেন বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল সহ একাধিক কার্যকর্তা। তিনি বলেন, যে ভাবে হিন্দু দেবদেবী সম্বন্ধ্যে আক্রমণ করা হচ্ছে তা নিন্দার ভাষা নেই। এভাবে হিন্দু ভাবাবেগে আঘাত করার ফল ভোগ করতে হবে।


