গোবরডাঙ্গা পৌরসভা কাজ না করায় সাধারণ মানুষকে দুর্দশা থেকে মুক্তি দিল বিজেপি

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ সেপ্টেম্বর: পৌরসভা কাজ না করায় এগিয়ে এল বিজেপি। টানা ১৫ দিন ধরে জলবন্ধি এলাকার মানুষ। সেই জল বের করে পরিষ্কারের ব্যবস্থা করে দিল এলাকার বিজেপি নেতৃত্ব। এতে খুশি ওই এলাকার বাসিন্দারা।

গত ১৫ দিন ধরে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা পৌরসভার প্রায় ছয়টি ওয়ার্ড জলমগ্ন। বাড়ি থেকে বেড়িয়েই এক কোমর জল। হেঁটে বাজার ঘাট করতে হত এলাকার বাসিন্দারদের। পৌরসভার প্রশাসনিককে বারবার জানিয়েও কোনও কাজ হয়নি। ঘটনার কথা জানতে পেরে স্থানীয় বিজেপির পক্ষ থেকে জেসিবি এনে নিকাশি ব্যবস্থা সংস্কার করে জল থেকে মুক্তি দেয় বিজেপি। এই ঘটনার পর এলাকার মানুষ বিজেপির কাজে খুশি।

বুধবার সকাল থেকে বিজেপি পৌরমন্ডল ও ১৪ নম্বর ওর্য়াডে স্থানীয় বাসিন্দারা কাজে হাত লাগিয়েছে। জেসিবি এনে চলছে নিকাশির কাজ। স্থানীয় বাসিন্দা অরুপ রায় বলেন, গোবরডাঙ্গা পৌরসভার ছয়টি ওয়ার্ড প্রায় ১৫ দিন ধরে জলবন্ধি। প্রতিটি বাড়িতে জল উঠে যাওয়ায় আশ্রয় নিতে হয়েছে স্কুলবাড়িতে। নলকূপগুলি জলের তলায়। সেই নলকূপ থেকে পানীয় জল খেতে হচ্ছে এলাকা বাসিদের। এই জল খেয়ে কারও কারও আাবার পেটের সমস্যা দেখা দিচ্ছে। পৌরসভাকে বারবার নিকাশি ব্যবস্থা সংস্কার কথা জানালেও তাঁদের কোনও হুঁশ নেই। অন্যদিকে যমুনা খালের জল আরও বেড়ে যাওয়ায় পাশ্ববর্তী এলকায় জল ঢুকে পড়ছে। সাধরণ মানুষদের এই জলের মধ্যে দিয়ে বাজারঘাট করা থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হচ্ছে। দুর্বিষহ অবস্থার কথা ভেবেই গোবরডাঙ্গা পৌরমন্ডলের পক্ষ থেকে বিজেপি কর্মীসমর্থকরা জল নিকাশির কাজে নেমে পড়েছেন। বিজেপির এই কাজকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *