আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ মে : উপার্জনের আশায় পূর্ব মেদিনীপুরের বহু শ্রমিক নিজেদের পরিবার পরিজন ছেড়ে গিয়েছিলেন ভিন রাজ্যে। কেউ কাজের সূত্রে গিয়েছে ব্যাঙ্গালোরে কেউ বা রাজস্থান আবার কেউ বা হায়দরাবাদে। কিন্তু দেশ জুড়ে লকডাউনের ফলে সমস্যায় এইসব পরিযায়ী শ্রমিকরা। তাদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভে নামলেন পরিবারের সদস্যরা। আজ বিজেপির নেতৃত্বে বিক্ষোভ দেখান বিডিও অফিসে।
দেশজুড়ে শুরু হয়েছে তৃতীয় দফার লকডাউন চলবে আগামী ১৭ মে পর্যন্ত। ভিন রাজ্যে কেউ গেছেন সোনার কাজে কেউ বা ইলেকট্রিকের কাজে আবার কেউ নির্মাণশ্রমিকের কাজে। লকডাউন এর কারণে বর্তমানে সেইসব পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন। একদিকে কাজ বন্ধ ফলে বন্ধ আয় তার ওপরে খাওয়ার সমস্যা। বাস-ট্রেন বন্ধ থাকায় ফিরতে পারছেন না কেউ। ভিন রাজ্যের প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। ফলে অসহায়ের মতো দিন কাটাচ্ছেন এই সব পরিযায়ী শ্রমিকরা। সেই কারণে সোমবার নন্দকুমার বিডিও অফিসে হাজির হন এই সমস্ত আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের পরিবার পরিজন।
কারোর স্ত্রী, কারোর বা বাবা, কারোর আবার আত্মীয়স্বজন। সবার একটাই আবেদন তাদের বাড়ির ছেলে মেয়েদেরকে যেন ফিরিয়ে আনা হয় এ রাজ্যে। লকডাউনে কাজ হারিয়েছেন সকলেই। ভিন রাজ্যে থেকে যেটুকু অর্থ উপার্জন হয়েছিল সেই সমস্ত অর্থ আজ প্রায় শেষের পথে। কোনওরকমে সেদ্ধ ভাত খেয়ে দিন গুজরান করছেন আটকে থাকা শ্রমিকরা। সম্প্রতি খুব সামান্য কয়েকজন ফিরে এসেছেন সরকারের ব্যবস্থায়। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে এখনো আটকে থাকা সেই সমস্ত শ্রমিকদের বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন, সেই আর্জিতেই আজ পরিযায়ী শ্রমিকদের পরিবার হাজির হয়েছেন অবস্থান বিক্ষোভে নন্দকুমার বিডিও অফিস এর সামনে। বিজেপির নেতৃত্বে এইসব মানুষজন একজোট হয়েছেন।