আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৭ মার্চ: আলুর বন্ড বিলিতে হচ্ছে দুর্নীতি, সেই সঙ্গে বাড়ছে কালোবাজারি, এই অভিযোগ তুলে রাস্তা অবরোধে সামিল হলেন বিজেপি নেতা কর্মী ও কৃষকরা। শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের পাঙ্গা সাহেব বাড়ি এলাকায় জলপাইগুড়ি- চাউলহাটি রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন বিজেপি নেতা কর্মী ও কৃষকরা। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের জেরে সমস্যায় পড়েন পথচলতি মানুষজন। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।

আন্দোলনকারীদের দাবি, প্রত্যেক হিমঘরে জেলা প্রশাসনের ত্রিশ শতাংশ জায়গা রয়েছে আলু রাখার জন্য। সেই জায়গা থেকে গ্রাম পঞ্চায়েতের দফতর ধরে ধরে পঞ্চায়েত সদস্যদের বন্ড দেওয়া হচ্ছে।
প্রত্যেক পঞ্চায়েত সদস্য-সদস্যাদের জেলা প্রশাসন থেকে আলুর বন্ড দেওয়া হলেও বিজেপি পঞ্চায়েত সদস্য ও সদস্যাদের কয়েকটি বন্ড দিয়ে আর দেওয়া হচ্ছে না। এর জেরে সমস্যায় পড়ছেন স্থানীয় কৃষকরা। বার বার গ্রাম পঞ্চায়েত দফতরকে জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি। এদিকে বন্ড না পেয়ে কৃষকরা বিপাকে পরেছেন। এই কারণে কৃষকদের স্বার্থে বন্ডের দাবি তুলে রাস্তা অবরোধ করে আন্দোলন চলছে বলে জানালেন বিজেপি যুব মোর্চার সদর উত্তর মণ্ডলের সভাপতি অমিত দাস। তিনি বলেন, “কৃষকদের স্বার্থে আমাদের এই আন্দোলন। প্রশাসনের আশ্বাস পেলে আমরা অবরোধ তুলে নেবো।”

এদিকে কৃষক দুলাল রায় বলেন, “ঋণ করে আলু চাষ করেছি। অল্প আলু রাখার বন্ড পেয়েছি। এত আলু কোথায় রাখবো সেটাই তো বুঝতে পাচ্ছি না।” প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর পুলিশ আশ্বাস দিয়েছে বন্ড বিলির প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে। তারপরেই অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।


