আমাদের ভারত, বারুইপুর, ২৭ আগস্ট: রাতের অন্ধকারে আচমকা চড়াও হয়ে এক বিজেপি নেতার দোকানে ভাঙ্গচুরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার অন্তর্গত কল্যানপুর স্টেশন লাগোয়া এলাকায়। অশোক মণ্ডল নামে বিজেপির বুথ সভাপতির দোকানে ভাঙ্গচুর চালানো হয়। তাঁকে প্রাণ নাশের হুমকিও দেওয়া হয়েছে। বাঁচতে চাইলে তৃণমূলের দলীয় কার্যালয়ে গিয়ে হাজিরা দিতে বলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
এলাকায় বিজেপি করার কারণেই তাঁর উপরে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন আক্রান্ত বিজেপি নেতা তথা বুথ সভাপতি অশোক মন্ডল। এই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ তাঁর। অশোকবাবু বলেন, “আমি বুথ সভাপতি হয়ে এলাকায় বিজেপির সংগঠনকে শক্তিশালী করার কাজ করছি বলেই আমার উপরে এই হামলা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করে দোষীদের গ্রেফতার করুক।” যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন এলাকার তৃণমূল নেতা তথা কল্যানপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সুশান্ত মণ্ডল। তিনি বলেন, “ঐ এলাকায় মদ, গাঁজা, সাট্টার আসর বসে। সমাজ বিরোধীদের আস্তানা। এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত তা জানি না, তবে তৃণমূল কর্মীরা এই ঘটনায় জড়িত নয়।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সামান্য উত্তেজনা রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

