আমাদের ভারত, ২১ জানুয়ারি: তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের গ্রেফতারে প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রথীন্দ্র বোস।
শনিবার রথীন্দ্রবাবু ফেসবুকে লিখেছেন, “দেখুন কি দুর্দশা। দিদির সুরক্ষা কবচ লাগিয়েছিল কুন্তল। ত্রিপুরায় গিয়ে “খেলা হবে” পোস্টার লাগিয়েছিল। কিন্তু দেখুন কি অবস্থা। সুরক্ষা কবচ পেয়েও ইডির হাতে ধরা পড়ে গেলো। তৃণমূলের লোকেরা বলছে এ নাকি ছোট নেতা (ছোট নেতার কাছেই ১৯ কোটি!!!)। কিন্তু এই ছোট নেতাই কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়, জয়া দত্ত, সায়নী ঘোষ, ব্রাত্য বসু, স্নেহাশিস চক্রবর্তী কিংবা কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃ বধূ কাজরী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে!
সাদা মনে প্রশ্ন এলো, সাধারণ মানুষ কি এমন করে তৃণমূল নেতাদের সঙ্গে দেখা করতে পারে? কিছুদিন আগে মন্ত্রী রথীন ঘোষের কাছে যাওয়ার জন্য একজন সাধারণ মানুষের গালে থাপ্পড় মারা হয়।। আবার সাংসদ মালার রায়কে ডিএ নিয়ে প্রশ্ন করায় তৃণমূল নেতাদের হুমকির মুখে একজন প্রধান শিক্ষক। ছোটখাটো নেতাদের প্রতি তৃণমূল কবে থেকে এত দয়াবান হল?“
প্রসঙ্গত, দুই ফ্ল্যাটে প্রায় বাইশ ঘণ্টা ধরে তল্লাশির পর তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করল ইডি। তদন্তে অসহযোগিতার অভিযোগেই কুন্তলকে প্রথমে আটক এবং তার পরে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।
শুক্রবারই নিউ টাউনের চিনার পার্কে একটি বিলাসবহুল আবাসনে কুন্তল ঘোষের দু’টি ফ্ল্যাটে তল্লাশি শুরু করেছিল ইডি। শনিবার সকাল পর্যন্ত সেই তল্লাশি চলে।