নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২ ফেব্রুয়ারি:
রথযাত্রা নিয়ে দিল্লিতে জরুরি বৈঠক ডাকলেন অমিত শাহ। মঙ্গলবার রাতে দিল্লিতে বৈঠক শুরু হয়েছে। গোটা ফেব্রুয়ারি মাসজুড়ে রথযাত্রা কর্মসূচি নিয়েছে বিজেপি। আর এই কর্মসূচিকে নিপুণভাবে পালন করতেই দিল্লিতে আজ রাজ্য নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।
বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ সুভাষ সরকার, দার্জিলিংয়ের সাংসদ সহ একাধিক নেতারা বৈঠকে রয়েছেন। শুভেন্দু অধিকারীকেও জরুরি তলব করেছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তলবে মঙ্গলবার দিল্লি গেছেন প্রাক্তন পরিবহণমন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনার বারাইপুরের সভা শেষ করেই তিনি দিল্লিতে যান। দলীয় সূত্রে খবর, সাংগঠনিক বিষয় সহ একাধিক বিষয়ে রাতেই অমিত শাহের নির্দেশে বিজেপির রাজ্য নেতাদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছেন এ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও সর্বভারতীয় বিজেপি সহ-সভাপতি মুকুল রায়। কেন্দ্রীয় নেতৃত্ব শিব প্রকাশ।
দলীয় সূত্রে খবর, আগামী ৬ জানুয়ারি রাজ্যে রথযাত্রা কর্মসূচি শুরু হবে। মালদা ও কোচবিহার থেকেই উত্তরবঙ্গের রাস্তায় নামবে বিজেপির রথ। দক্ষিণবঙ্গের নবদ্বীপ থেকে একটি রথ বার হবে। যার উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ক্যানিং থেকে একটি রথ রাস্তায় নামবে। এই রথটি কলকাতার মোট ১৪টি বিধানসভা পরিক্রমা করবে। জঙ্গলমহলের জেলাগুলি থেকে দুটি রথ বার হবে। এইসব কর্মসূচি নিয়ে দিল্লিতে বিস্তারিত আলোচনা করছেন কেন্দ্রীয় নেতারা।