আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৭ আগস্ট:
বাড়িতে রাম পুজো করায় বিজেপি নেতার বাড়িতে হামলা ও ভাঙ্গচুর। এমনই অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার অশোকনগর থানার কল্যাণগড় ১০ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর এলাকায়।
অভিযোগ, বুধবার অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজোর দিনবাড়িতে রামপুজোর আয়োজন করেন অশোকনগরের প্রবীণ বিজেপি নেতা বলাই বোস। এই খবর জানাজানি হতেই এদিন রাতেওই বিজেপির নেতা বলাই বোসের বাড়িতে দলবল নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়।অভিযোগ, ঘরের মধ্যে ঢুকে চেয়ার-টেবিল সহ বাড়ির
একাধিক জিনিস ভাঙ্গচুর করে। সামনে লাগানো দলীয় পতাকা খুলে নেওয়া হয়। এছাড়া ওই নেতার নাম ধরে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ওই দুষ্কৃতিরা বলে অভিযোগ। ঘটনার পর রাতেই অশোকনগর
থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি
নেতার ছেলে সুব্রত বোস। অভিযোগ, ঘটনার জেরে
অসুস্থ হয়ে পড়েন ওই বিজেপি নেতা।
যদিও এই ঘটনা কারা ঘটিয়েছে তা জানেন না
দাবি করে অশোক নগরের বিধায়ক ধীমান রায় জানান, যারা এমন অপকর্ম করেছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। এরকম হালার ঘটনা দল সমর্থন করে না বলেও তিনি জানান।
বিজেপি নেতা বলাইবাবু বলেন, এই ঘটনার পর প্রশাসন যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় তবে তীব্র
আন্দোলনে নামবে বিজেপি। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবাদ মিছিল করে বিজেপি।