নীল বনিক, আমাদের ভারত, ২ মার্চ: অমিত শাহের কাছে রাজ্যের পুলিশ কর্তাদের সম্পর্কে নালিশ বিজেপি নেতাদের। রবিবার রাজারহাটের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যের বেশকয়েকজন পুলিশকর্তার নামে নালিশ জানান কয়েকজন বিজেপি সাংসদ। তারা অমিত শাহের কাছে অভিযোগ করেছেন, সাংসদের পাত্তাই দিচ্ছে না রাজ্যের কয়েকজন পুলিশ কর্তা। বিশেষ করে রাজ্যের দুজন পুলিশ কমিশনারের বিরুদ্ধে সরাসরি নালিশ জানান বিজেপি নেতারা।
নালিশ জানানো হয়েছে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজিব কুমারের বিরুদ্ধেও। রাজ্য নেতাদের থেকে পু্লিশকর্তাদের বিরুদ্ধে অভিযোগ মন দিয়েই শোনেন। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, রাজিব কুমারের ব্যাপারে সিবিআই তাদের মতো চলবে। তবে আমার নামও অমিত শাহ। আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের সঙ্গে অন্যায় হলে আমি আছি। খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে আশ্বাস পাবার পরে দলীয় নেতারা সভাতেই স্বস্তি প্রকাশ করেন। এছাড়া, দলের একজন কেন্দ্রীয় নেতা কয়েকজন পুলিশ কর্তার বিরুদ্ধে একান্তে অমিত শাহের কাছে নালিশ জানিয়েছেন বলে বিজেপি সূত্রের খবর।