একবালপুর-কাণ্ডে সামাজিক মাধ্যমে সরব বিজেপি নেতারা

আমাদের ভারত, ১০ অক্টোবর: একবালপুর-কাণ্ডে ভিডিও দাখিল করে সোমবার ফের সামাজিক মাধ্যমে সরব হলেন বিজেপি নেতৃবৃন্দ।

বিজেপি-র জাতীয় কর্মসমিতির সদস্য তথা শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউণ্ডেশনের সাম্মানিক অধিকর্তা ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় সোমবার দুপুরে টুইটারে লিখেছেন, “একবালপুরে হিন্দু বাড়ি ও দোকান ভাঙ্গচুর হয়েছে, ধ্বংসের পরেই ১৪৪ ধারা জারি হয়েছে, পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়, লুটপাটকারীরা সম্পূর্ণ রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং সুরক্ষা নিয়ে কাজ করে, কারণ পশ্চিমবঙ্গে, শাসক শাসন ৩০% রাজনীতিতে টিকে আছে।”

বিজেপি-র রাজ্য প্রচার শাখার প্রধান তুষারকান্তি ঘোষ টুইটারে লিখেছেন, “ইকবালপুরে এক হিন্দু মায়ের বয়ানে শুনুন জেহাদি তান্ডবের বর্ণনা। কীভাবে বোমাবাজি করে এলাকাকে পুরুষশূন্য করা হয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা।”

People narrates the horror of violence happened yesterday under the patronage of WB CM.

Listen.

*Dr. Sukanta Majumdar*, State President

দলের রাজ্য সহ-সভাপতি রথীন্দ্রনাথ বসু লিখেছেন, “একবালপুরে তছনছ হয়ে যাওয়া হিন্দুদের ঘরবাড়ির চিত্র। প্রশাসনের গাফিলতিতে দুর্গাপুজোর ভাসান এবং কার্নিভালে মালবাজার এবং রায়গঞ্জে মারা গেলেন হিন্দুরা। তৃণমূলের নাকের ডগায় খিদিরপুরে হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে কিন্তু “মিনি পাকিস্তান” মন্ত্রী চুপ! মুখ্যমন্ত্রী যেভাবে বগটুইয়ে ছুটে গিয়েছিলেন, যাবেন নাকি তাদের কাছে যারা মা দুর্গা এবং মা লক্ষ্মীর পূজা করেন? হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য বিজেপির প্রতিনিধি দলকে আটকানোর চেষ্টা হলেও আমরা থামছি না।”

প্রসঙ্গত, রবিবার লক্ষ্মীপুজোর দিন কলকাতার মোমিনপুরের একটি দোকান ও একাধিক বাইক ভাঙ্গচুরের অভিযোগ প্রকাশ্যে আসে। এরপরই ভাঙ্গচুর চালানো হয় ইকবালপুর থানা এলাকায়। রাতে এই নিয়ে টুইট করে প্রতিবাদ জানান একাধিক বিজেপি নেতারা। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, তরুণজ্যোতি তিওয়ারিরা টুইট করেন। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যত শীঘ্র সম্ভব কলকাতার মোমিনপুর, ইকবালবুরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি তোলেন তিনি।

আরও পড়ুন
Noakhali. “মালাউন মেয়েগুলোর গন্ধ আমার ভালো লাগে, ব্রাহ্মণ হোক আর চাঁড়াল হোক আর কৈবর্ত, যাই হোক”

হিন্দু মা ভাই বোন এবং বয়োজ্যেষ্ঠদের অনুরোধ। আমরা খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে গত সাড়ে পাঁচ বছর ধরে বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। তাই আপনাদের কাছে অনুরোধ, সাধ্যমত আমাদের সাহায্য করুন।
আমরা ২৫ জন রিপোর্টার এর সঙ্গে যুক্ত। আমাদের ব্যাঙ্ক একাউন্ট এবং ফোন পে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *