দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা স্বপন মজুমদার

সুুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ মে: করোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন। তার উপরে আমফান আর ঘূর্ণি ঝড়ের দাপট। ফলে কাজ হারাচ্ছেন বহু মানুষ। বাড়িতে বসে দিন কাটছে তাদের। দিন আনা দিন খাওয়া পরিবারগুলি তাই লকডাউনের মধ্যে অভুক্ত থাকছে। সরকারি সাহায্য নেই। তাই অসহায় সেই সব মানুষদের মুখে খাবার তুলে দিতে এগিয়ে এলেন উত্তর ২৪ পরগনার অন্যতম লড়াকু বিজেপি নেতা স্বপন মজুমদার।

প্রায় চার হাজার মানুষের মুখে তিনি তুলে দিলেন অন্ন। চাল, ডাল, আলু সহ অন্যান্য সামগ্রী তুলে দিলেন দুঃস্থ ও গরিব মানুষদের হাতে। শুক্রবার চাঁদপাড়া ও ডুমা অঞ্চলে করোনা ও আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। ধাপে ধাপে বনগাঁ দক্ষিণ বিধানসভার সমস্ত অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দেবেন বলে জানিয়েছেন স্বপনবাবু।

স্বপনবাবু ২০১২ সালে মহকুমা জুড়ে হরিচাঁদ ঠাকুরের ২০০ তম বর্ষপূর্তি পালনে প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করেন। ওই বছর থেকেই ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় ও রাজ্য কমিটির নেতৃত্ব দেন। এরপর থেকেই জেলায় জেলায় বিজেপির প্রচার ও সংঠন তৈরি করেন। এছাড়া বনগাঁ মহকুমা বুথস্তর থেকে দলের পর্যাপ্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সামাজিক, রাজনৈতিক ও আর্থিক মদতে পূণরুত্থান করে দলকে এগিয়ে নিয়ে যান স্বপনবাবু।

স্বপন মঞ্জুমদার বলেন, দীর্ঘ দিন ধরে জনতা পার্টির সঙ্গে যুক্ত আছি। এছাড়া ঠাকুর বাড়ির অন্যতম সদস্য আমি। বিজেপি দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ও আপামোর বনগাঁ মহকুমার মানুষের পাশে থেকে কাজ করাই আমার এক মাত্র উদ্দেশ্য। করোনার প্রথম দিন থেকে বনগাঁর বিভিন্ন এলাকায় অসহায় পরিবারদের হাতে ত্রাণ সামগী তুলে দিয়েছি। ফের বিধবংসী আমফান ঝড়ে প্রায় চার হাজার মানুষকে সাত দিনের খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *