হরিদ্বার থেকে বাঙালি পর্যটকরা ফিরতে না পারায় মমতার ‘তোষণ নীতি’কে দুষলেন বিজেপি নেতা সৌরভ শিকদার

আমাদের ভারত, কলকাতা, ৯ মে: মমতার তোষণ নীতির জন্য আজমীঢ় থেকে পূণ্যার্থীরা ফিরলেও ঘরে ফেরা থেকে বঞ্চিত হচ্ছেন হরিদ্বারের বাঙালি পূণ্যার্থীরা, শনিবার এমনই অভিযোগে সরব হলেন জাতীয় যুবমোর্চার সম্পাদক সৌরভ শিকদার। তিনি বলেন, উত্তরাখন্ডের ঋষিকেশ, হরিদ্বারে বহু বাঙালি পূণ্যার্থীরা লকডাউনে আটকে আছে। এছাড়াও বারানসী, মথুরা, বৃন্দাবনেও প্রচুর পর্যটক আটকে আছেন। স্থানীয় প্রশাসন তাদের খাবার ব্যাবস্থা করেছে। বিজেপির তরফেও হিন্দু পূণ্যার্থীদের খাবারের ব্যাবস্থা করা হয়েছে। কিন্তু রাজস্থানের আজমীঢ় শরিফ থেকে পূণ্যার্থীদের ফেরানো হলেও হিন্দু পূণ্যার্থীদের কেন রাজ্য রাজ্যসরকার ফিরিয়ে আনছেন না? আসলে তোষণের জন্য আজমীঢ় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রথম পছন্দ। কিন্তু হিন্দু পূণ্যার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পুরোপুরি ব্রাত্য বলে জানান সৌরভ শিকদার।

তিনি আরও বলেন, হরিদ্বারের বাঙালি পর্যটকরা ঘরে ফিরতে চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছ থেকে কোনও সদুত্তর না মেলায় বাঙালি হিন্দু পূণ্যার্থীদের ফেরার ব্যাবস্থা উত্তরাখান্ড সরকার করতে পারছেন না। হিন্দু পূণ্যার্থীদের অবিলম্বে রাজ্য সরকার ঘরে না ফেরালে যুবমোর্চা আন্দোলনে নামবে। রাজ্যের মানুষকে বিজেপি জানাবে তোষণের ফলে কিভাবে ঘরে ফেরা থেকে বঞ্চিত হচ্ছেন বাঙালি পূণ্যার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *