মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা করতে পুরুলিয়ার জয়পুরে আসছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৩ ফেব্রুয়ারি: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা করতে পুরুলিয়ার জয়পুরে আসছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুর ২ টোয় জয়পুরের আরবিবি স্কুল ফুটবল ময়দানে সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। তার ঠিক আগে ওই সভাকে ঘিরে চুড়ান্ত প্রস্তুতি দেখা দিয়েছে বিজেপিতে। উজ্জীবিত বিজেপির যুবরা।

১৯ জানুয়ারি পুরুলিয়ার হুটমুড়ায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কড়া ভাষায় তোপ দাগেন। নাম না করে দলত্যাগী শুভেন্দু ও অন্যদের কঠোর সমালোচনা ও বিদ্রুপ করেন তিনি। তার আগে ১০ জানুয়ারি কাশিপুরে এক সভায় শুভেন্দু আগাম ঘোষণা করে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পাল্টা সভা জয়পুরে করবেন। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার দ্বিগুণ সংখ্যক মানুষের সমাবেশ করে সভা করবেন বলে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন তিনি। এই কথা স্মরণ করিয়ে শুভেন্দু ঘনিষ্ঠ গৌতম রায় বলেন, “কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার যোগ্য জবাব দিতে কাল জঙ্গলমহলের নয়নের মণি আসছেন। তার জন্য মুখিয়ে রয়েছেন পুরুলিয়াবাসী।”

চ্যালেঞ্জ আর পাল্টা চ্যালেঞ্জে সরগরম পুরুলিয়া জেলা। আর তাই হয়তো ভোটের আগে রাজনৈতিক উত্তাপ দেখা দিয়েছে রাজ্যের এই প্রান্তিক জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *