নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপি যুব মোর্চার প্রাক্তন জেলা সভাপতি শৈলেন্দ্র প্রসাদ সাউ, আজ তিনি ও তার বেশকিছু অনুগামী তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতি পার্থ প্রতিম রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। শৈলেন্দ্র প্রসাদ সাউ বেশ কয়েক বছর বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি ছিলেন, এরপর তাকে দলের জেলা সম্পাদক করা হয়েছিল। যদিও বর্তমানে দলের কোনও পদে তিনি নেই। তৃণমূলে যোগদান করে এদিন তিনি জেলা বিজেপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন। বিজেপিতে দুর্নীতি থাকায় তিনি দল ত্যাগ করলেন বলে দাবি করেন।
যদিও বিষয়টি গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব, জেলা বিজেপি সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী জানিয়েছেন দল বিরোধী কাজের জন্য আগেই তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিন যোগদান অনুষ্ঠানের পর তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায় দাবি করেন আগামী কিছুদিনের মধ্যে বিজেপির আরো কিছু প্রথম সারির নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন।

