দল ছাড়লেন উত্তর দিনাজপুর জেলার বিজেপি নেতা রূপক রায়

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩ অক্টোবর:
বিজেপি শীর্ষ নেতৃত্বের আচরণে বীতশ্রদ্ধ হয়ে দল ছাড়লেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি নেতা রূপক রায়। বিজেপি দল ছাড়লেও এখনই কোন দলে যোগ দেবেন তা নিশ্চিত করেননি বিজেপির এই ডাকসাইটে নেতা।

উত্তর প্রদেশের সাম্প্রতিক গণধর্ষনের ঘটনা, বিজেপি সরকারের তা ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং উত্তর দিনাজপুর জেলায় রাজবংশী সম্প্রদায়ের মানুষের সাথে বিজেপির বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার বিজেপি নেতা এদিন বিজেপি দল ছাড়লেন। রূপক রায় নামে ওই নেতা ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এদিন রায়গঞ্জ শহরে উত্তর দিনাজপুর প্রেসক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে বিজেপি দল ছাড়ার কথা ঘোষণা করেন রূপক রায়।

তিনি জানিয়েছেন, “উত্তর প্রদেশে ওই দলিত কিশোরীর উপর নির্মম অত্যাচার এবং তা চাপা দিতে বিজেপি সরকারের ন্যাক্কারজনক ভূমিকার প্রতিবাদেই আমি বিজেপির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। তবে বিজেপি ত্যাগ করলেও আমি অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *