বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলে দলের ভালো ফলের আশাবাদী বিজেপি নেতা রাজু

সাথী দাস, পুরুলিয়া, ১৯ সেপ্টেম্বর: পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে ছিল চোরা স্রোত। আর বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের প্রকাশ্যে বিজেপিকে সমর্থনের দৃশ্য চাক্ষুষ করছেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার বাঘমুন্ডিতে দলের সাংগঠনিক সভায় আপ্লুত হয়ে সারা জঙ্গলমহলে ভালো ফলের দাবি করলেন রাজ্য বিজেপির এই সংগঠক।

শনিবার, বিজেপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় পুরুলিয়ার বাঘমুন্ডি হাই স্কুল (উ.মা) বিদ্যালয় চত্বরে। ওই সভায় রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “সামনে বিধানসভা ভোট। তাই পশ্চিমবঙ্গের প্রতিটি জায়গায় বিজেপির সাংগঠনিক বৈঠক চলছে। আমরা আশা করছি একুশের বিধানসভা ভোটে এই জঙ্গলমহলে তৃণমূল সাফ হয়ে যাবে। আর আমাদের আশা সামনের নির্বাচনকে মানুষ ভালোবেসে এই দলকে সমর্থন করবেন। ” সাংগঠনিক সভায় দলের কার্যকর্তা ও কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা চালান বিজেপির এই রাজ্য নেতা।

সাংগঠনিক সভায় ছিলেন বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *