সাথী দাস, পুরুলিয়া, ২৫ জুন: রাজ্যে ভ্যাকসিন দুর্নীতিতে সিবিআই তদন্তের দাবি জানালেন বঙ্গ বিজেপির সহ সভাপতি রাজু ব্যানার্জি। আজ পুরুলিয়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সাংসদ, বিধায়কদের পাশে নিয়ে সংবাদ মাধ্যমের কাছে এই দাবিতেই সরব হন তিনি। রাজ্যে ভোট পরবর্তী হিংসা, দলীয় কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো, ভ্যাকসিন দুর্নীতি, অঘোষিত জরুরিকালীন অবস্থা চালুর প্রতিবাদে গোটা রাজ্যের সাথে পুরুলিয়া জেলাতেও ‘ব্ল্যাক ডে’ পালন করল বিজেপি। হাতে কালো ফিতে বেঁধে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপি নেতা কর্মীরা। এদিন পুরুলিয়ার জেলাশাসক কার্যালয়ের বাইরে প্রতিবাদ মূলক অ্যাফ্রন ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি নেতা ও কর্মীরা। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা রাজু ব্যানার্জি সহ সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বিদ্যাসাগর চক্রবর্তী ও বিধায়কেরা।
বিজেপি নেতা রাজু বলেন, “অভিযুক্ত ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের পাশে যে সব তৃণমূল সাংসদ মন্ত্রীরা বসেছিলেন তাঁদের বিরূদ্ধে এফআইআর হোক। তাদের বিরূদ্ধে তদন্ত হোক। কার সাহায্যে এত বড় কান্ড ঘটেছে, প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছে? রাজ্য সরকারের তদন্ত করে কিছুই হবে না। তাই গোটা ঘটনার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।”
এদিন পুরুলিয়ায় নেতা কর্মীদের মুক্তির দাবিতে সোচ্চার হন এই বিজেপি নেতা। মিথ্যে অভিযোগে পুরুলিয়ায় দলীয় নেতা কর্মীকে জেলে রেখেছে প্রসাশন বলে অভিযোগ তাঁর। প্রশাসন এই বিষয়ে কোনও ব্যবস্থা না নিলে পুরুলিয়াকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু।