আরামবাগ টিভির সাংবাদিকের গ্রেফতারের প্রতিবাদে থানার সামনে অবস্থানে বসার ডাক দিলেন বিজেপি নেতা কাসেম আলি

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১ জুলাই: আরামবাগ টিভির সাংবাদিকের গ্রেফতারের প্রতিবাদে ধর্নায় বসার হুমকি দিলেন বিজেপি নেতা কাসেম আলি। বুধবার কলকাতায় তিনি বলেন, আরামবাগ টিভির সাংবাদিক সফিকুল ইসলামকে অন্যায় ভাবে গ্রেফতার করেছে পুলিশ। সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপির মাইনরিটি মোর্চার সম্পাদক কাসেম আলি। তিনি বলেন, আমরা দ্রত সংখ্যালঘু সমাজের মুখ হিসাবে রফিকুল ইসলামের মুক্তি চাই। না হলে মাইনরিটি মোর্চা হুগলীর আরামবাগ থানা সহ কলকাতার
থানাগুলির সামনে বিক্ষোভে বসবে।

করোনার সময় তৃণমূলের দুর্নীতি সামনে এনেছে আরামবাগ টিভি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ টিভির সম্প্রচার বন্ধ করার চক্রান্ত শুরু করেছে বলে জানান কাসেম অালি। তিনি বলেন, আরামবাগ টিভির সাংবাদিকদের জামিনের জন্য মাইনরিটি মোর্চা আইনি সাহায্য করতে প্রস্তুত। পাশাপাশি মাইনরিটি মোর্চার সম্পাদক আরও জানান, আমরা চাই ফের আরামবাগ টিভির সম্প্রচার শুরু হোক। তাতে আরামবাগ টিভির যদি মনে হয় বিজেপির বিরিদ্ধে তারা বলবেন তারা অবশ্যই বলবেন। গণতন্ত্রে সাংবাদিকের সমালোচনা করার আধিকার রয়েছে। বিজেপি তা মাথা পেতে সহ্য করবে বলে জানিয়েছেন কাসেম আলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *