আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ আগস্ট: তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত দলীয় কর্মীকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে বাধা পেলেন বিজেপি নেতৃত্ব। এগরার বরিদা গ্রামে মৃত বিজেপি কর্মী সেক লিয়াকতের বাড়িতে যান বিজেপি কাঁথি জেলার সভাপতি অনুপ কুমার চক্রবর্তী ও বিজেপির রাজ্য সংখ্যালঘু মোর্চার সদস্য সেখ আজাহার উদ্দিন। কয়েকজন বিজেপি কর্মীকে নিয়ে মৃত বিজেপি কর্মীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গেলে বরিদা গ্রামে ঢোকার আগে এগরা থানার পুলিশ বিজেপি নেতৃত্ব ও কর্মীদের আটকে দেয়। মৃত ব্যাক্তির পরিবারের লোক জনকেও এলাকায় যেতে দেয়নি। এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বিজেপি তৃণমূল সংঘর্ষে মারা যান বিজেপি কর্মী সেক লিয়াকত। এলাকায় গেলে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে অজুহাতে পুলিশ বিজেপি নেতৃত্ব ও কর্মীদের আটকে দেয়। একজন বা দুজনকেও পুলিশ রাজি হয়নি শেষ শ্রদ্ধা জানাতে দিতে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও পুলিশ না ছাড়ায় বিজেপি প্রতিনিধিদল ফিরে আসে। এই ঘটনার পরে বিজেপি কাঁথি জেলার সভাপতি অনুপ কুমার চক্রবর্তী এলাকায় এলাকায় বিজেপি কর্মীদের পথ অবরোধ করার আহ্বান জানান।


