নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২২ জানুয়ারি:
প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্যাগ বিলি করে দলের জনসংযোগ কর্মসূচি সারলেন বিজেপি নেতা নারায়ণ চ্যাটার্জি। বুধবার বিজেপির রাজ্য সদর দফতরের নামনে এমন অভিনব জনসংযোগ সারলেন তিনি। সেন্ট্রাল অ্যাভিনিউতে চলন্ত বাসে যাত্রীদের মধ্যেও পরিবেশ বান্ধব ব্যাগ বিতড়ন করলেন নারায়ণ চ্যাটার্জি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারতের স্বপ্ন দেখেন। স্বচ্ছ ভারত গড়তে প্লাস্টিক একটা বড়ো বাধা তাই রাজ্য বিজেপি রাজ্যের মানুষের কাছে প্লাসটিক বন্ধের আবেদন নিয়ে এমন পরিবেশ বান্ধব ব্যাগ বিতরণ করলো। পাশাপাশি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডকে রাজ্য বিজেপির পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা দিতে বেলুন ওড়ানো হয়েছে। রাজ্য বিজেপির কর্মীরা সবাই চায় সর্বভারতীয় সভাপতির বাংলার প্রতি সময় দিক। তাহলেই বাংলায় পদ্ম ফুটবে বলে জানালেন নারায়ণ চ্যাটার্জি। তবে স্বচ্ছ ভারত গড়তে রাজ্য বিজেপি এমন কর্মসূচি আরও নেবে বলে জানান নারায়ণ চ্যাটার্জি।