সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৯ নভেম্বর: বাঁকুড়ার কোতুলপুর এলাকার বিজেপি নেতা খুনের ঘটনায় এলাকায় তীব্র বিক্ষোভের সৃষ্টির হয়েছে। এই খুনের ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে চারজনকে। গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার মাটিয়ারি এলাকায়।
স্থানীয় লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর গ্রামের বাসিন্দা সুমন মণ্ডল রহস্যজনক ভাবে খুন হন। তাঁর বয়স ৩২ বছর। গত ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি ইন্দাস চার নম্বর মণ্ডলের বিজেপির মণ্ডল সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি এক দাপুটে ও প্রভাবশালী নেতা হিসেবেই পরিচিত ছিলেন কোতুলপুরে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায় যে, শুক্রবার রাত ১১টা নাগাদ কোতুলপুরের মাটিয়ারি এলাকার একটি রাস্তার ধারে তাঁকে ছুরি মেরে খুন করা হয়েছে বলে তাদের অনুমান।ঘটনাস্থল থেকেই তার মোটর সাইকেল, হেলমেট সহ অন্যান্য জিনিস পাওয়া গেছে। মৃত্যুর আগে “বাঁচাও বাঁচাও” বলে চিৎকার করতে শোনা যায় সুমন মণ্ডলকে বলে দাবি করেছেন এলাকার বাসিন্দারা। সেই আওয়াজ পেয়ে লোকজন ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।তারা পুলিশে খবর দিলে কোতুলপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ও গোটা এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরে তদন্ত শুরু করে।
সুমন মণ্ডলের বাড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১০-১২ কিলোমিটার। এই ঘটনার কিছুক্ষণ পরেই ঘটনাস্থল থেকে এক কিলোমিটারের মধ্যে কোতুলপুরের ঘাটদিঘি এলাকা থেকে একটি ছোট চারচাকা গাড়িসহ চারজনকে আটক করে পুলিশ। গ্রেফতার হওয়া চারজনের মধ্যে তিনজনের বাড়ি লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের ডিঙ্গাল গ্রামে এবং একজনের বাড়ি কোতুলপুরের ধোবাপুকুর এলাকায় বলে জানাগেছে। খুনের কারণ এখনও স্পষ্ট নয়। পরকিয়ার কারণে এই খুন হতে পারে বলে মনে করছেন স্থানীয় লোকজন। পরিবারের পক্ষ থেকেও এখনো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
শনিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চারজন ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

