আমাদের ভারত, ব্যারাকপুর, ২৬ জুলাই: বছর ঘুরলেই সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। সাথে ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি ব্যারাকপুর সংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ অন্যান্য বিজেপি নেতা এবং কর্মীরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন, সাংগঠনিক বিষয়ে আলোচনা সংবাদ মাধ্যমের সামনে বলতে চাই না। তবে এটা বলতে পারি, ২০২৬-এ তৃণমূল কংগ্রেসের পতন নিশ্চিত। মার খেয়ে আসবেন, না মার দিয়ে আসবেন? দলীয় কর্মীদের এভাবেই চাঙ্গা করলেন মিঠুন চক্রবর্তী।