আমাদের ভারত, হাওড়া, ১৩ অক্টোবর: করোনা পরিস্থিতিতে ঘরের মধ্যে নিজেকে আটকে না রেখে প্রতিদিন হাওড়া গ্রামীণ জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়ে এবার নিজেই করোনা আক্রান্ত হলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতা অনুভব করার পর এই বিজেপি নেতার করোনা পরীক্ষা করা হয়। সোমবার তার রিপোর্ট পজিটিভ আসার পরেই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর বর্তমানে বিজেপি নেতা শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন।
এদিন হাসপাতালে শুয়ে জয় বলেন, করোনা পরিস্থিতিতে নিজের জীবনের সুরক্ষা না দেখে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। এতদিন আমাকে এই রোগ কাবু করতে না পারলেও নবান্ন অভিযানের দিন পুলিশের ছোড়া রাসায়নিক মিশ্রিত জল আমাকে কাবু করে দিয়েছে। তিনি বলেন, বিদেশে দুষ্কৃতীদের ঘায়েল করতে এই ধরনের জল প্রয়োগ করা হয় আর এখানে গণতান্ত্রিক আন্দোলনকে বাধা দিতে এই জল প্রয়োগ করা হলো। জয় বলেন, করোনা আমাকে কাবু করতে পারেনি সাময়িক বিশ্রামের সুযোগ করে দিয়েছে। কয়েকদিনের মধ্যেই আবার সাধারণ মানুষের পাশে দাঁড়াবো বলে জানান বিজেপি নেতা।
অপরদিকে, এদিন উলুবেড়িয়ায় একটি হাব তৈরি প্রসঙ্গে জয় বলেন, এতদিন রাজ্য সরকারের এই সমস্ত মনে পড়েনি। এখন নির্বাচন আসছে তাই মনে পড়েছে। উলুবেড়িয়াকে “খড়াবেড়িয়া” এবং “বন্যাবেড়িয়া” বানানো তৃণমূল সরকার কে নির্বাচনে পরাজিত করে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসার পর উলুবেড়িয়াকে সোনারবেড়িয়ায় রূপান্তরিত করবে বলে দাবি করেন জয় বন্দ্যোপাধ্যায়।