সাথী দাস, পুরুলিয়া, ১৯ সেপ্টেম্বর: বিজেপিতে যোগ দেওয়ার ১২ দিনের মধ্যেই মোহ ভেঙে আগের দল তৃণমূলে ফিরলেন বাঘমুন্ডি ব্লক এলাকার প্রভাবশালী নেতা সহ তাঁর অনুগামীরা। আজ তাঁদের হতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের বাঘমুন্ডি ব্লক সভাপতি কাশীনাথ মাঝি ও বাঘমুন্ডি ব্লক যুব সভাপতি মানস মাহাতো।
৫ সেপ্টেম্বর পাটটার মোড়ে ভারতীয় জনতা পার্টির জেডপি ১৪ দলীয় কার্যালয় উদ্বোধন ও যোগদান কর্মসূচি হয়। ওই দিন সেই কর্মসূচিতে বুরদা কালিমাটি অঞ্চলের পারমটিকর সংসদের জনপ্রিয় তৃণমূল নেতা বিষ্ণু কুমার ও তাঁর সহকর্মীদের নিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন।
এদিন তৃণমূলে যোগ দিয়ে বিষ্ণু কুমার জানান, “১২ দিনের মধ্যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর তাঁদের নানা দুর্নীতির অভিযোগ ভাওতাবাজি দেখে দল বদলের সিদ্ধান্ত নিই। তাই, পুরোনো দলে ফিরে এলাম।”
অন্যদিকে, ঝালদা-১ নম্বর ব্লকের মাঠারি খামার অঞ্চলে কাশিডি গ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় ওই অঞ্চলের শতাধিক বিভিন্ন দলের সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আলোক চ্যাটার্জি, যুব তৃণমূল জেলা সভাপতি সুশান্ত মাহাতো।