সাথী দাস, পুরুলিয়া, ৬ আগষ্ট: পুরুলিয়ায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান অব্যাহত। একের পর এক নেতা কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। আজও শতাধিক অনুগামীকে নিয়ে তৃণমূলে যোগ দিলেন রঘুনাথপুরের বিজেপি নেতা বিশ্বনাথ দাস। বৃহস্পতিবার, রঘুনাথপুরের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান হয়।
বিশ্বনাথ দাস রঘুনাথপুর শহর মন্ডলের বিজেপির প্রাক্তন সভাপতি। বিশ্বনাথ দাস ও তাঁর অনুগামীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি ও তৃণমূল জেলা সভাপতি গুরুপদ টুডু। এদিন স্থানীয় কিছু এবিভিপি সদস্য ও সিপিএমের কর্মীও তৃণমূলে যোগ দেন বলে জানান বিধায় ক পূর্ণ চন্দ্র।