নীল বনিক, আমাদের ভারত, ৬ মার্চ: দলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উত্তরচব্বিশ পরগনার পানিহাটিতে খাদ্যসামগ্রী বিতরণ করলেন বিজেপি নেত্রী জয়া বসু। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনে ৫টি পরিবারের খাবারের দায়িত্ব নিলেন তিনি।
দলের সর্বভারতীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছিলেন, যাদের আর্থিক ক্ষমতা আছে তারা পাঁচটি পরিবারের খাবারের দায়িত্ব নেবেন। সেইকথা মতো পানিহাটি পুরসভার ২২ নং ওয়ার্ডে মোট পাঁচটি পরিবারের হাতে চাল, ডাল, আলু, সয়াবিন তুলে দিলেন জয়া বসু। এছাড়াও আরও ২৫টি পরিবারের হাতে এদিন চাল, ডাল তুলে দেন তিনি। দলের প্রতিষ্ঠাদিবসে সামাজিক দূরত্ব বজায় রেখেই খাবার দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজেপি নেত্রী।
জয়া বসু বলেন, “বিজেপির প্রতিষ্ঠা দিবসে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে মাল্যদান করেছি। কিন্তুু মানুষকে খাবার তুলে দেবার সময় বিজেপির পতাকা হাতে ছিল না। দলীয় রাজনীতি বাইরে রেখেই কেন্দ্রীয় নেতৃত্ব খাবার দিতে বলেছিলেন। সোমবার পানিহাটি পুরসভার ২২ নং ওয়ার্ডে মানুষকে খাদ্যসামগ্রী তুলে দেবার সময় কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অক্ষরে অক্ষেরে পালন করা হয়েছে বলে জানান জয়া বসু।
Excellent jaya di chaliye jao. Prakito samaj sebok JAYA BASU….Aei rakom ladraku kormi amader darkar sob samoyer jonno….