আমাদের ভারত, বোলপুর, ১৮ মার্চ: দলের বৈঠক সেরে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এক বিজেপি নেতার। দলের দাবি, বিজেপি নেতাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছে দলের পক্ষ থেকে। ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতন থানার মহিষাঢাল গ্রামের কাছে প্রান্তিক– আমোদপুর রাস্তায়। মৃত বিজেপি নেতার নাম তন্ময় দাস (৩০)। বাড়ি শান্তিনিকেতন থানার আলবাঁধা-সর্পলেহনা পঞ্চায়েতের রতনপুর গ্রামে। নানুরের ৫ নম্বর মণ্ডলের তফসিলি মোর্চার সভাপতি ছিলেন।
জানা গিয়েছে, রবিবার কীর্ণাহারে দলের একটি বৈঠক ছিল। সেই বৈঠক সেরে মোটর বাইকে বাড়ি ফিরছিলেন। মহিষাঢাল গ্রামের কাছে কয়েকজন বন্ধুকে দেখতে পেয়ে গাড়ি থামিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েন। সেই সময় একটি ডাম্পার বেপরোয়া ভাবে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তন্ময়ের। বিজেপির বোলপুর মণ্ডল সভাপতি লক্ষ্মণ লালা তেওয়ারি বলেন, “বেশ কিছু দিন থেকে তন্ময়কে হুমকি দিয়ে আসছিল তৃণমূল। সেকথা দলকে জানিয়েছিল সে। আমাদের বিশ্বাস তাকে পরিকল্পিতভাবে ধাক্কা মারা হয়েছে। আমরা ঘটনার তদন্ত দাবি করেছি”।