সায়ন ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ১ এপ্রিল: লকডাউনে রেশন দোকান, মুদি, আনাজ, ফল, মাছ, মাংসের দোকানের ছাড় থাকছে বলে জানিয়েছে রাজ্য সরকার। কিন্তু টান পড়তে পারে, এই আশঙ্কায় সকাল থেকে বিভিন্ন বাজারে ভিড় উপচে পড়ে। অভিযোগ, এর ফলে সবজি বিক্রেতা থেকে শুরু করে রেশন দোকানদার রেহাই পাবে না করোনা থেকে। সেই কথা মাথায় রেখে বনগাঁ উত্তরের বিধায়ক বিজেপি নেতা বিশ্বজিত দাস এদিন সকালে প্রায় তিন হাজার মাস্ক তুলে দিলেন সেই সব বিক্রেতা ও পথচলতি মানুষদের হাতে।
এদিন সকালে বনগাঁ ট বাজারে সবজি বিক্রেতা ও মাছ বিক্রেতাদের মুখে মাস্ক পরিয়ে দেন তিনি। এছাড়া বাজার করতে আসা বহু অসহায় মানুষদের মাস্ক দিয়ে সচেতন করেন। এরপর বনগাঁর নিউমার্ক, রেলাবাজার সহ বনগাঁ স্টেশন চত্বরের বাজার গুলিতেও মাস্ক বিতরণ করেন।
বিশ্বজিত বাবু বলেন, দীর্ঘ দিন লকডাউন, অনেক অসহায় মানুষ একটি মাস্ক দীর্ঘ দিন ধরে পড়ে আছে। এর ফলে সেই সব মাস্কে সংক্রামণ ছড়াতে পারে। এই কারণে সেই সব অসহায় মানুষদের মাস্ক দিয়ে তিনি সকলকে ঘরে থাকার বার্তা দেন।