বিজেপি নেত্রীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আমাদের ভারত, মালদা, ১৯ নভেম্বর: বিজেপি নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত তাঁর স্বামী সহ আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী। মালদার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বহিরাগতদের এনে পঞ্চায়েত দপ্তরে তাঁকে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগে ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। এর জেরে ব্যাপক উত্তেজনা মালদা শহরে। মুখ্যমন্ত্রীর মালদা শহরের সফরের আগের দিন এই ঘটনায় চরম অস্বস্তিতে জেলা প্রশাসন।

তৃণমূল পরিচালিত কাজি গ্রাম পঞ্চায়েতের বিরোধীদলীয় নেত্রী নমিতা মন্ডলের অভিযোগ তাঁর এলাকায় কোনও উন্নয়নের কাজ হচ্ছে না। তাই তিনি গতকাল গ্রাম পঞ্চায়েত দপ্তরের জান। আর সেখানেই তাঁকে প্রধান সত্য চৌধুরী ও উপ-প্রধানের নেতৃত্বে শ্রীলতাহানি ও মারধর করা হয়। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার দলের কয়েকজন কর্মী। তাঁর স্বামীকেও মারধর করা হয় বলে অভিযোগ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ছবি: পঞ্চায়েত প্রধানের স্বামী।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ইংরেজ বাজার তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। তাঁর দাবি, ভিত্তিহীন অভিযোগ তৃণমূলকে বদনাম করার জন্য চক্রান্ত করা হয়েছে। বিজেপির সদস্যরা বেআইনি কাজ করার জন্য পঞ্চায়েত দপ্তরে গিয়ে গন্ডগোল করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *