বাগনানে শুট আউট, গুলিবিদ্ধ বিজেপি নেতা

আমাদের ভারত, হাওড়া, ২৫ অক্টোবর: এবার বাগনানের চন্দনাপাড়ায় শুট আউট। রাতের অন্ধকারে বিজেপির এক বুথ সভাপতির পেটে গুলি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলিবিদ্ধ বিজেপি নেতা কিঙ্কর মাজী বর্তমানে কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে খবর, পেশায় ফুল ব্যাবসায়ী কিঙ্কর মাজী ব্যাবসার কাজে গত তিনদিন হাওড়ার মল্লিকঘাট ফুল বাজারে থাকার পর শনিবার রাতে বাড়ি আসেন। সূত্রের খবর, রাত ১০টা নাগাদ কিঙ্কর মাজী বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় স্থানীয় তৃণমূল কমী পরিতোষ মাজী সহ দুই দুষ্কৃতী বাইক নিয়ে বিজেপি নেতার বাড়ির সামনে আসে। অভিযোগ, কোনও কিছু বুঝে ওঠার আগেই এক দুষ্কৃতী কিঙ্কর মাজীকে লক্ষ্য করে গুলি চালায়। দুষ্কৃতীদের ছোড়া গুলি বিজেপি নেতার পেটে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এদিকে এই ঘটনার পর দুষ্কৃতীরা বাইক নিয়ে পালানোর সময় গ্রামবাসীরা তাড়া করলে তারা বাইক ফেলে পালানোর সময় হাসিবুল নামে এক দুস্কৃতীকে তারা ধরে ব্যাপক মারধর করে এবং বাইকে ভাঙ্গচুর চালায়। পরে বিজেপি নেতার স্ত্রী তিন দুষ্কৃতীর নামে বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অন্যদিকে রাতেই উত্তেজিত জনতা এক অভিযুক্ত পরিতোষ মাজীর বাড়িতে ভাঙ্গচুর চালায়।

এদিকে বিজেপি নেতাকে গুলি চালানোর ঘটনায় রবিবার দুপুরে বিজেপির এক প্রতিনিধি দল গ্রামে গিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন।পরে দোষীদের গ্রেফতারের দাবিতে বাগনান থানার সামনে বিক্ষোভ দেখায়। বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সহ-সভাপতি রমেশ সাধুখাঁ অভিযোগ করেন বেশ কিছুদিন ধরেই পরিতোষ কিঙ্করকে প্রাননাশের হুমকি দিচ্ছিল। এমনকি শুক্রবার ও বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে। রমেশ সাধুখাঁ অভিযোগ করেন বিধানসভা নির্বাচনের আগে এলাকায় অশান্তি পাকানোর লক্ষ্যে এই হামলা।

যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপির অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য একটি পারিবারিক বিবাদ কে কেন্দ্র করে এই ঘটনা‌। এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই।

বাগনান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *