সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২ ফেব্রুয়ারি: গ্রামের মহিলাদের কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠল তৃণমূল এক নেতার বিরুদ্ধে। তার প্রতিবাদ করায় বিজেপি নেত্রীকে মারধর। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা হ্যালেঞ্চা এলাকায়। আহত ওই নেত্রী সোমা সরকার এখন বাগদা হাসপাতালে চিকিৎসাধীন। মারধরের সময় স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত তৃণমূল নেতা উত্তমকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে অভিযুক্ত উত্তম ও তার দলবল গ্রামের অসহায় মহিলাদের কাজ দেওয়া বা বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে প্রতারণা করত। এদিন দুপুরে বিজেপি নেত্রী সোমাদেবী থানার কাজ মিটিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় উত্তম ওই এলাকা দিয়ে বাইক চেপে ফিরছিলেন। সোমাদেবী তার বাইক দাঁড় করিয়ে গ্রামের মহিলাদের টাকা নিয়ে প্রশ্ন তুলতেই, কিছু বুঝে ওঠার আগেই তার বুকে পেটে লাথি মারে উত্তম। সোমাদেবী মাটি পড়ে যায়, এরপর তাকে মাটি থেকে তুলে কিল, ঘুসি, চর চালাতে থাকে বলে অভিযোগ। ঘটনার সময় আশপাশের লোকজন ছুটে এসে সোমাদেবীকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে যায়। প্রতিবেশীরা উত্তমকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আহত সোমাদেবীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে এলাকার বহু মহিলাদের কাছ ১৫, ২০ হাজার করে টাকা নিয়ে প্রতারণা করছে উত্তম। তার প্রতিবাদ করায় আমাকে মারধর করে। এছাড়া এলাকায় বিজেপির একজন ভাল নেত্রী হিসাবে পরিচিত সোমা। সে কারণেই তৃণমূল নেতাদের একটা রাগ জমেছিল তার উপর, আজ তারই বহিঃপ্রকাশ ঘটল বলে মনে করছেন স্থানীয়রা।

