সাথী প্রামানিক, পুরুলিয়া, ৭ মে: ঝালদার বাড়ি থেকে পুরুলিয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক শংকর মাহাতোকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে ৬ জানুয়ারি পুলিশের উপর হামলা সহ বিভিন্ন অভিযোগে ঝালদা থানায় এফআইআর করেছিল পুলিশ। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার তাঁকে ঝালদা থানার পুস্তি অঞ্চলের পাপড়া হুরুং গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পুরুলিয়া জেলা আদালতে বৃহস্পতিবার তাঁকে হাজির করা হয়। তিন দিনের পুলিশ হেফাজত হয় ওই বিজেপি নেতার।
বিজেপির পক্ষ থেকে কৃষকদের নানা সমস্যা ও অভাব অভিযোগ নিয়ে একটি মিছিল ও স্মারকলিপি কর্মসূচিতে ঝালদা থানা এলাকার বিরসা মোড়ে পুলিশি বাধায় উত্তপ্ত হয়ে উঠে ওই এলাকা। দুই পক্ষের সঙ্গে চলে খণ্ড যুদ্ধ।আহত হন চার পুলিশ কর্মীও। ওই ঘটনায় বিজেপির দাবি অনুযায়ী কম পক্ষে ২৫ জন আহত হন। ওই ঘটনায় স্থানীয় সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিজেপি জেলা সভাপতি সহ বহু নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। সেই সময় গ্রেফতার করা হয়েছিল বেশ কয়েকজন বিজেপি কর্মীকে।