আমাদের ভারত, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মমাস উপলক্ষে বিজেপির হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে এবছরই শুরু হলো নরেন্দ্র কাপ। ফুটবল প্রতিযোগিতার কোয়াটার ফাইনালে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দেবদত্ত মাজি।
মোদীর জন্মমাস উপলক্ষে বিজেপির হাওড়া গ্রামীণ জেলা কমিটির উদ্যোগে শুরু হলো নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা। এবছর ৩২টি দল নিয়ে অনুষ্ঠিত হয় “নরেন্দ্র কাপ ২০২৫”। হাওড়ার আমতায় বেতাই মাঠে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সোমবার এই ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্বের সময় উপস্থিত ছিলেন বিজেপি নেতা দেবদত্ত মাজি।
কোয়ার্টার ফাইনাল হয় উলুবেড়িয়া উত্তর ২নং মন্ডল বনাম উদয়নারায়ণপুর ৪নং মন্ডল। দেবদত্ত মাজি জানান, প্রথম থেকেই দু’ দলের হাড্ডাহাড্ডি লড়াই দর্শকদের মন কেড়ে নিয়েছিল। খেলার শেষ ফলাফল উদয়নারায়ণপুরের পক্ষে ১-০।
দেবদত্তবাবু অবশ্য এই প্রতিযোগিতাকে সামনে রেখে হিন্দুদের পা শক্ত করা দরকার বলে বার্তা দিতে চেয়েছেন। তাঁর কথায়, লাথি খাওয়া ভূত কখনো সহজ কথা মানতে চায় না।