লোকসভা ভোটের আগে দেশকে ধর্মের ভিত্তিতে বিভাজন করতে চাইছে বিজেপি, অভিযোগ ঋতব্রত ব্যানার্জির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ ডিসেম্বর: লোকসভা ভোটের আগে বিজেপি দেশকে ধর্মের ভিত্তিতে বিভাজন করতে চাইছে বলে অভিযোগ করলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি। তিনি বলেন, বাংলা ধর্মের দোহাই দিয়ে বিভাজন মানব না। এখানকার মানুষের একশো দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, সড়ক যোজনার লক্ষ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। বাংলার তৃণমূলের সাংসদরা যাতে আওয়াজ তুলতে না পারেন এজন্য একের পর এক সাংসদদের সাসপেন্ড করা হচ্ছে।

তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে লড়াই শুরু করেছে , তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি যে লড়াইয়ের সামনে রয়েছেন এত সহজে বাংলাকে দমন করতে পারবে না বিজেপি।

শুক্রবার ভিড়ে ঠাসা সভায় তিনি বলেন, যেভাবে বিরোধীদের কন্ঠরোধ করা হচ্ছে, যে নজিরবিহীন ফ্যাসিবাদী আক্রমন চালানো হচ্ছে তা ব্রিটিশ সাম্রাজ্যবাদকেও হার মানায়। এরপর লোকসভা ভোটের ঠিক আগে ধর্মের ভিত্তিতে দেশকে বিভাজন করতে নেমে পড়েছে বিজেপি ও আরএসএস। তিনি বলেন, সংগঠিত শিল্পে শ্রমিকের হার ১২ শতাংশ আর অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের হার ৮৮ শতাংশ। চা শ্রমিকদের দুর্দশা নিয়ে কেন্দ্র মাথা ঘামায় না। ওরা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ভোট বৈতরণী পার হতে চায়।

এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, তৃণমূলের মেদিনীপুর সংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা, বিধায়ক দীনেন রায়, সূর্য অট্ট, তৃণমূল নেতা গোপাল খাটুয়া, জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক প্রদুৎ ঘোষ, কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *